শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ চুরি যাওয়া চা পাতা সহ গ্রেফতার ১।
জানা গিয়েছে, ফুলবাড়ির একটি গোডাউনে মাঝে মধ্যেই চা পাতা চুরির ঘটনা ঘটছিল।গত ১৮ জানুয়ারী এনজেপি থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করে মালিক পক্ষ।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের অন্তর্গত মাইকেল মধুসুধন কলোনী থেকে রিন্টু সরকার ওরফে গোপাকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।তার কাছ থেকে উদ্ধার হয় ১৬ কেজি চুরি যাওয়া চা পাতা।
শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
