শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ এক মাস আগে চুরি হয়েছিল একটি চারচাকার গাড়ি।তদন্তে নেমে সেই গাড়ি উদ্ধার করলো মাটিগাড়া থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।
জানা গিয়েছে, গত ৮ জানুয়ারি শিলিগুড়ির চম্পাসারির বাসিন্দা প্রণয় প্রকাশ দেওয়ানের চারচাকা গাড়িটি তার চালক তেজ বাহাদুর গুরুং এর বাড়ি থেকে চুরি যায়।এরপর ৯ জানুয়ারি মাটিগাড়া থানায় গাড়ি চুরির অভিযোগ দায়ের করেন প্রণয় প্রকাশ দেওয়ান।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।প্রায় ১ মাস পর রবিবার রাতে মেডিক্যাল ফাঁড়ির অন্তর্গত চটহাটের কাছে নাকা চেকিং এর সময় একটি টাটা সুমো গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের।গাড়ির নথী দেখে পুলিশ জানতে পারে গাড়িটি চুরি করে রামগঞ্জে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে।এরপরই গাড়িটিকে আটক করে পুলিশ।গ্রেফতার করা হয় গাড়ির চালককে।
ধৃতের নাম রাজা শর্মা।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।