শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বরঃ ব্যাঙ্গালুরু থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সিগারেট বোঝাই ট্রাক।এরপর থেকেই ট্রাকটির আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।ফুলবাড়ি থেকে ট্রাকটি উদ্ধারের পর আজ চুরি যাওয়া সিগারেট উদ্ধার করল এনজেপি থানার পুলিশ।
জানা গিয়েছে, তিনবাত্তি ওভারব্রীজ সংলগ্ন ড্রীম ভ্যালির একটি বাড়িতে অভিযান চালিয়ে চুরি যাওয়া সিগারেট উদ্ধার করে পুলিশ।উদ্ধার হওয়া সিগারেটের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।বাড়ির মালিকনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট ব্যাঙ্গালুরু থেকে একটি বেসরকারি কোম্পানির সিগারেট বোঝাই ট্রাক ভুবেনশ্বর যাওয়ার জন্য রওনা হয়।গাড়ির জিপিএস সিস্টেম অকেজো ও নির্দিষ্ঠ সময়ে গন্তব্যস্থলে গাড়িটি না পৌঁছালে সন্দেহ হয় কোম্পানির আধিকারিকদের।এরপর শুরু হয় গাড়ির খোঁজ।৪ সেপ্টেম্বর তামিলনাড়ুর সেই ট্রাকটির দেখা মেলে ফুলবাড়িতে।চালক ও সহকারী চালক ফের ট্রাক নিয়ে পালাবার চেষ্টা করলে সেই কোম্পানির এক কর্মী দুজনকে ধরে ফেলে।