শিলিগুড়ি, ২৩ এপ্রিলঃ অবশেষে মায়ের কোলে ফিরলো চুরি যাওয়া সন্তান।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক শিশুটিকে শনিবার রাতে চোপড়ার বলরামপুর থেকে উদ্ধার করা হয়।ঘটনায় গ্রেফতার দুজন।ধৃত দুজনের নাম সীতা দাস(৪৫) এবং অঞ্জু দাস(২৪)।দুজনে সম্পর্কে মা ও মেয়ে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে শিশু চুরির ঘটনা ঘটে।এরপর থেকে লাগাতার বিক্ষোভ দেখায় শিশুর পরিবার পরিজনেরা।
এদিকে নবজাতককে উদ্ধার করতে জলপাইগুড়ি অবধি পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।সিসিটিভি ফুটেজের ভিত্ততে শুরু হয় তদন্ত।পুলিশ জানতে পারে শিশু চুরি করা মহিলা জংশন থেকে বেসরকারি বাসে করে চোপড়ায় পৌঁছায়।এপপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিডি টিম, মাটিগাড়া এবং মেডিক্যাল ফাঁড়ির পুলিশ চোপড়ায় অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করে।
শিশু চুরির অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করে শিলিগুড়িতে আনা হয়।ধৃত দুজনের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
এদিকে গোটা বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এডিসিপি শুভেন্দ্র কুমার বলেন, শিশুটি চোপড়া থেকে উদ্ধার হয়েছে।শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং বাসের টিকিটের সাহায্যে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়েছে।গতকাল রাতে নবজাতককে তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অঞ্জু দাস নিঃসন্তান থাকার কারণে শিশু চুরি করেছিল দুই মা ও মেয়ে।ধৃত দুই মহিলাকে পুলিশ হেফাজতে নিয়ে মামলার তদন্তে নামবে পুলিশ।