শিলিগুড়ি, ২৭ নভেম্বর: চুরি করা স্কুটি বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। ধৃতের নাম অরূপ মন্ডল (৩০)।শিলিগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর জলপাইমোড় এলাকা থেকে একটি স্কুটি চুরি হয়। বুধবার টিকিয়াপাড়া এলাকায় সেই চুরি করা স্কুটি বিক্রি করতে আসে অরূপ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং অভিযান চালিয়ে যুবককে গ্রেফতার করে এবং স্কুটিটি উদ্ধার করে।
ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
