ফুলবাড়ি, ১১ জানুয়ারিঃ দাঁড়িয়ে থাকা ট্রাকের টায়ার চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো চোর।ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ি সীমান্ত সংলগ্ন আমায়দীঘি এলাকায়।ধৃত চোরকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা।
জানা গিয়েছে, মাঝেমধ্যেই ফুলবাড়ি এলাকায় ট্রাকের টায়ার ও গাড়ির নানা যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছে।গতকাল রাতে ফুলবাড়ির আমায়দীঘি এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের টায়ার চুরি করার সময় এক যুবককে ধরে ফেলে স্থানীয়রা। তাকে উত্তম মাধ্যম দিয়ে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ির থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।