শিলিগুড়ি, ২১ মার্চঃ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন একটি রেলের কোয়ার্টারে।
জানা গিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারী চিকিৎসার জন্য চেন্নাইয়ের যান রেলের কোয়ার্টারে থাকা প্রদীপ সরকার ও তার পরিবার।এরপর আজ ভোরে বাড়িতে পৌঁছান তারা।দরজা খুলতেই চুরির ঘটনা নজরে আসে।তালা ভেঙে ঘরের সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয় চোরের দল।
ঘটনার পর পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে।এদিকে পুলিশ চলে যাওয়ার পর ফের জানলা ভেঙে চুরির উদ্দ্যেশে ঘরে ঢোকার চেষ্টা করে এক যুবক।সেইসময় বুঝতে পেরেই তাকে হাতেনাতে ধরে ফেলেন প্রদীপ সরকার।পরে সেই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।