শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ মাটিগাড়া থানা অন্তর্গত উত্তরায়ণ টাউনশিপে ফ্ল্যাট ফাঁকা থাকার সুযোগ নিয়ে লক্ষাধিক টাকার সোনা, রুপো, হিরের গয়না এবং নগদ দেড় লক্ষ টাকা লুট।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, উত্তরায়ণ টাউনশিপের এক ফ্ল্যাটের বাসিন্দা সন্ধ্যায় পরিবারের সঙ্গে বাইরে বেরিয়েছিলেন।এরপর ফিরে এসে দেখতে পান বাড়ির পেছনের গেট খোলা। ভেতরে ঢুকে দেখতে পান গ্রিল এবং আলমারি ভাঙা।এরপরই চুরির ঘটনা নজরে আসে।
ঘটনার পরই মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। বাড়ির মালিক জানান, আলমারি থেকে প্রায় দেড় লক্ষ টাকা, ৭টি সোনার কয়েন, ৫০টি রুপোর কয়েন, ৭ জোড়া হিরের চুড়ি, ৪টি সোনার চেন সহ অন্যান্য মূল্যবান গয়না চুরি হয়েছে।
এছাড়াও পুজোর রুপোর বাসন, গোপাল, রাধা-কৃষ্ণের ছবি এবং একটি পূজার থালাও চুরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
