চুরি করে পালাতে গিয়ে বিপত্তি, পুলিশ দেখে গরু রেখেই চম্পট চোরের দলের

রাজগঞ্জ,২৯ সেপ্টেম্বরঃ গরু চুরি করে যাওয়ার সময় পুলিশকে দেখে গরু রেখে পালালো চোরের দল।পুলিশের তৎপরতায় উদ্ধার হল চুরি যাওয়া দুটি গরু। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায়।


জানা গিয়েছে, বেশকিছু দিন ধরেই ফুলবাড়ি এলাকায় বেড়েছে চোরের উপদ্রব।প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা।চোরের আতঙ্কে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের।এবিষয়ে একাধিক বার পুলিশের নজরদারি চেয়ে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা।সেইমতো পুলিশ রাতে ফুলাবড়ি এলাকায় টহলদারি শুরু করে।বুধবার গভীর রাতে ফুলবাড়ির গঠমাবাড়ি এলাকা থেকে গরু চুরি করে পালাচ্ছিল দুষ্কৃতীরা।সেইসময় পুলিশের নজরে আসে বিষয়টি।এরপর ধাওয়া করে দুটি গরু উদ্ধার করে পুলিশ।তবে চোরদের ধরা সম্ভব হয়নি।পুলিশের এই তৎপরতায় খুশি এলাকাবাসীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *