শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ চুরির অভিযোগে বাড়ির পরিচারিকার স্বামীকে গ্রেফতার করলো পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম কেশব বর্মন।নিরঞ্জননগর এলাকায় ভাড়া বাড়িতে থাকে সে।
জানা গিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি আশ্রমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।পরিচারিকার ওপর সন্দেহ হয় বাড়ি মালিকের।পরিচারিকাকে চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও কিছু জানায়নি সে।এরপর গত ২০ তারিখ পানিট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক।সেই অভিযোগের ভিত্তিতে পরিচারিকা বাতাসী দাসকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।এরপর সন্দেহের ভিত্তিতে বাতাসী দাসের স্বামী কেশব বর্মনকে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কেশব বর্মন টোটো চালক।প্রতিদিনই স্ত্রীকে কাজের জায়গায় ছাড়তে যেত সে।গত ১৪ তারিখও স্ত্রীকে নিয়ে সেই বাড়িতে যায়।সেইসময় বাড়িতে কেউ ছিল না।সেই সুযোগ নিয়ে ঘর থেকে প্রায় দুই লক্ষ টাকার সোনার অলঙ্কার চুরি করে কেশব।এরপরই বুধবার রাতে গ্রেফতার করা হয় কেশব বর্মনকে।
উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া অলঙ্কারও।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।