শিলিগুড়ি, ১২ জুলাইঃ চুরির বাইক সহ এক যুবককে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম পাপু রায়।
জানা গিয়েছে, সোমবার ২ নম্বর ফুলবাড়ির অন্তর্গত জোড়পাখড়ি মোড় থেকে একটি বাইক চুরি হয়।চুরির পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহম্মদ জাভেদ।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।
মঙ্গলবার সকালে ফুলবাড়ি জটিয়াকালী মোড় থেকে চুরি যাওয়া বাইক এবং একটি মোবাইল সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।