শিলিগুড়ি, ১৭ নভেম্বরঃ ৫টি চুরির বাইক সহ বাইক চুরির কারবারের মূল পান্ডাকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম জীবন রায়।ঘোগোমালির বাসিন্দা।
জানা গিয়েছে, শিলিগুড়ি শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক বাইক চুরির অভিযোগ জমা পরে পুলিশের কাছে।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।মঙ্গলবার এনজেপি’র আইওসি গেটের সামনে থেকে একটি বাইক সহ জীবন রায়কে গ্রেফতার করা হয়।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও চুরির বাইক এর হদিশ পায় পুলিশ।এরপর এনজেপি স্টেশন সংলগ্ন মোটর সাইকেল পার্কিং থেকে উদ্ধার হয় আরও ৪টি চুরির বাইক।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এনজেপি স্টেশন সংলগ্ন মোটর সাইকেল পার্কিংকে ব্যবহার করে চলছিল চুরির বাইক এর কারবার।এই ঘটনায় আরও বেশকয়েকজন জড়িত রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।
ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।