শিলিগুড়ি, ৫ অক্টোবরঃ প্রধাননগর থানা অন্তর্গত এলাকায় একের পর এক চুরির ঘটনায় এক অভিযুক্ত মহম্মদ গুলসাদকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
জানা গিয়েছে, বেশকিছুদিন ধরে প্রধাননগর থানা অন্তর্গত এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছিল।ঘটনার তদন্তে নামে পুলিশ।অবশেষে সোমবার রাতে মাল্লাগুড়ির রতনলাল বস্তি এলাকা থেকে অভিযুক্ত মহম্মদ গুলসাদকে গ্রেফতার করা হয়।এরপর আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।অভিযুক্তকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।