ফুলবাড়িতে ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার ৩

ফুলবাড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ ফুলবাড়িতে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।


প্রসঙ্গত, গত শনিবার ফুলবাড়ির আমায়দিঘী এলাকার ব্যবসায়ী তারিকুল ইসলাম ওরফে মিন্টুর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।নগদ চার লক্ষ টাকা সহ সোনার অলঙ্কার ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় চোর।গামছা দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেয় চোর।এরপর গৃহকর্তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে চুরির ঘটনা ঘটায়।

ঘটনার পর খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পূর্ব আমাইদিঘী থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।ধৃতদের নাম ভরত বর্মন, পাইমুদ্দিন এবং রহমদ আলি।চুরি যাওয়া সামগ্রী এখনও উদ্ধার করতে সমর্থ হয়নি পুলিশ।


ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে এনজেপি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *