শিলিগুড়িতে ৪০ লক্ষ টাকার চুরির সামগ্রী সহ ধৃত ৭

শিলিগুড়ি, ৬ অক্টোবরঃ ৪০ লক্ষ টাকার চুরির সামগ্রী সহ ৭ জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম অঞ্জু শর্মা,সন্দীপ নাথ, সুলতান ইসলাম, মুকসুদর হক, প্রসনজিৎ রায়, রামকৃষ্ণ বর্মন এবং রাহুল ঘোষ।


জানা গিয়েছে, ৮টি আলাদা আলাদা চুরির ঘটনার তদন্ত করে এই সাফল্য আসে।নগদ টাকা ও সোনার অলঙ্কার সহ ৪০ লক্ষ টাকার চুরির সামগ্রী উদ্ধার হয়েছে।

সোমবার ভক্তিনগর থানায় একটি সাংবাদিক বৈঠক করে ডিসিপি ইস্ট জোন জয় টুডু বলেন, সম্প্রতি ভক্তিনগর থানায় বেশকিছু চুরির অভিযোগ দায়ের হয়।সেইসব মামলার তদন্তে নেমে এই সাফল্য পায় পুলিশ।


তিনি আরও বলেন, ৮ মামলার তদন্তে নেমে ২৩ লক্ষ টাকার সোনার অলঙ্কার, ৭টি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, একটি ক্যামেরা, ২ এলইডি টিভি এবং নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।অভিযুক্তরা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *