শিলিগুড়ি, ১৪ মেঃ টোটো নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চুরির ঘটনা ঘটাচ্ছিল দুষ্কৃতিরা।তদন্তে নেমে ৪ জনকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ।উদ্ধার হয়েছে চুরির সামগ্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনজেপি থানার অন্তর্গত কাঞ্চনবাড়ি এলাকায় একটি বন্ধ কারখানা থেকে দীর্ঘদিন ধরে নানান সামগ্রী চুরি হচ্ছিল।এর অভিযোগ পেতেই তদন্তে নামে এনজেপি থানার পুলিশ।শনিবার রাতে চুরির অভিযোগে গ্রেফতার করা হয় হায়দার আলি, আয়ুব আলি,রহিম আলিকে।
তাদের জিজ্ঞাসবাদ করে পুলিশ জানতে পারে চুরির সামগ্রী গন্ডার মোড়ে এক কাবারি ব্যবসায়ী ভবতোষ দত্তের কাছে বিক্রি করতো তারা।পরবর্তীতে চুরির সামগ্রী কেনার অভিযোগে ওই ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ।দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমানে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়।চুরির কাজে ব্যবহৃত দুটি টোটোও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
