শিলিগুড়ি, ৮ মেঃ চুরি যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ১ জন।
জানা গিয়েছে, গত ৬ মে এনজেপি থানার অন্তর্গত শান্তিপাড়া এলাকায় একটি বাড়ি থেকে নগদ টাকা সহ সোনার গয়না চুরি হয়।ঘটনার অভিযোগ করা হয় এনজেপি থানায়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতেই জাহিদুল আলী নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া নগদ কুড়ি হাজার টাকা এবং সোনার অলঙ্কার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে।সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
