শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ চুরির টোটো সহ দুজনকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতদের নাম আকাশ দেবনাথ এবং অভিজিৎ দাস।আকাশ দেবনাথ বাঘাযতীন কলোনি এবং অভিজিৎ দাস এনজেপি থানা অন্তর্গত এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ৪৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাচক্র কলোনি থেকে রামদেব মজুমদারের টোটো চুরি হয়।এরপর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রামদেব মজুমদার।সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভক্তিনগর থানার পুলিশ।
এরই মধ্যে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে চুরির টোটো বিক্রি করতে আসা দুজনকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ।পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে টোটোটি ৪৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাচক্র কলোনি থেকে চুরি গিয়েছে।ভক্তিনগর থানা টোটোটির খোঁজ করছে।এরপরই বিষয়টি ভক্তিনগর থানায় জানানো হয়।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
রামদেব মজুমদার জানান, টোটো চালিয়েই সংসার চলে।এর আগেও টোটো চুরি হয়েছিল।সোমবার গভীর রাতে ফের টোটো চুরি হয়।তবে পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যেই টোটো উদ্ধার হওয়ায় খুশি তিনি।