শিলিগুড়ি,২৭ জানুয়ারিঃ স্কুটি চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের নাম অনিশ গুপ্তা(১৮),কেতন গুপ্তা(১৯ ও দেবজ্যোতি ঘোষ(১৮)।
সূত্রের খবর, শিলিগুড়ি থানার অন্তর্গত বাবুপাড়ার গোশালার কাছে একটি মন্দির থেকে একটি স্কুটি চুরি যায়।এরপর এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন স্কুটির মালিক।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।