শিলিগুড়ি,২৬ জুলাইঃ চুরির সামগ্রী সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।ধৃতের নাম সাদ্দাম হোসেন।
জানা গিয়েছে, গত ২২শে জুলাই ফুলবাড়ির পুর্ব ধনতলা এলাকায় একটি চুরির ঘটনা ঘটে।এই বিষয়ে এনজেপি থানায় লিখিত অভিযোগও দায়ের হয়।সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে রবিবার ফুলবাড়ির চুনাভাটি এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টিভি সহ বেশকিছু চুরির সামগ্রী।সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।