শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ চুরির সামগ্রী উদ্ধার করল প্রধাননগর থানার পুলিশ।
প্রসঙ্গত,গত ১৮ সেপ্টেম্বর রাতে মিলন মোড়ের বাসিন্দা তসেজি ডোমা তামাঙের বাড়িতে চুরির ঘটনা ঘটে।ঘটনার পরের দিন প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন তসেজি ডোমা তামাং।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে বাড়ির পরিচারিকা হেমা ওঁরাওকে গ্রেফতার করে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রীর হদিস পায় পুলিশ।মালবাজার থেকে সেই সামগ্রীগুলিকে উদ্ধার করা হয়।চুরির সামগ্রী কেনার অভিযোগে জয়দেব রায় নামে এক ব্যবসায়িকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, হেমা ওঁরাও মালবাজারে গিয়ে জয়দেব রায়ের কাছে ১৮ হাজার টাকার বিনিময়ে চুরি করা একটি সোনার ব্রেসলেট বিক্রি করেছিল।এছাড়াও হেমা ওঁরাও এর কাছ থেকে নগদ সাড়ে ৮ হাজার টাকা সহ একটি মোবাইল ফোন সহ আরও বেশকিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।আজ হেমা ওঁরাও এবং জয়দেব রায়কে শিলিগুড়ি আদালতে তোলা হয়।