শিলিগুড়ি,৭ মেঃ শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকের দায়িত্ব নিলেন গৌতম দেব। শুক্রবার সকালে পুরনিগমে গিয়ে দায়িত্বভার বুঝে নেন তিনি। তার সঙ্গে প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার, বিবেক বৈদ, অলোক চক্রবর্তীও দায়িত্ব নেন।
এদিন দায়িত্ব নেওয়ার পরই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন গৌতম দেব৷ আলোচনায় ছিলেন পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া। আগামী কয়েকদিনের মধ্যেই সমস্ত ওয়ার্ড কো-অর্ডিনেটরদের সঙ্গেও আলোচনায় বসবেন গৌতম দেব। এদিন দায়িত্ব নেওয়ার পরই গৌতম দেব বলেন, আপাতত পুরনিগমের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে। অনেকে পুরনিগমে বসে রয়েছেন। তাদের ওয়ার্ডগুলিতে করোনা মোকাবিলার বিভিন্ন কাজে ও দেখভালের জন্য পাঠানো হবে। অশোক ভট্টাচার্যের সঙ্গেও আলোচনা করবেন বলে জানান গৌতম দেব।