শিলিগুড়ি, ১০ এপ্রিলঃ মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু।কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলে অস্ত্র কেড়ে নেওয়ার সময় আত্মরক্ষার্থে গুলি চালানো হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।তা নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।ঘটনায় সিআইডি তদন্ত করার কথা বললেন।
শনিবার বিকেলে শিলিগুড়িতে নেমে সাংবাদিক বৈঠক করেন তিনি।বলেন,কোচবিহারে নতুন এসপিকে নির্বাচন কমিশন মনোনিত করেছে।পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে।কয়েকজন ছবি তুলেছিল।সেই ছবি ডিলিট করে দেওয়া হয়েছে বলে শুনতে পেয়েছি।এই সব দিল্লীর নির্দেশে করা হচ্ছে।রাজনৈতিক নির্দেশে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী।প্ল্যানিং করে এগুলি করে ক্লিনচিট দেওয়া হচ্ছে।ভোটারদের মারা মানে গণতন্ত্রকে হত্যা করা।
অন্যদিকে স্পেশাল পুলিশ অবজারভার বিবেক দুবে ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করেন তৃণমূল সুপ্রিমো।আগামীকাল মাথাভাঙায় যাবেন তৃণমূল নেত্রী।সেখানে মৃতদের শ্রদ্ধা জানাবেন৷তাদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে।এরপর সেখান থেকে আলিপুরদুয়ারে যাবেন।পাশাপাশি রবিবার প্রতিটি ব্লকে তৃণমূলের তরফে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামা হবে।