শিলিগুড়ি, ২০ আগস্ট: ৫০ লক্ষ টাকার বিদেশী সিগারেট সহ ২ জনকে গ্রেফতার করল ডিআরআই। গ্রেফতার দুই অভিযুক্তের নাম দীনেশ কুমার পাল, বাপি চক্রবর্তী। দীনেশ কুমার উত্তর প্রদেশ এবং বাপি চক্রবর্তী শিলিগুড়ির বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে ডিআরআই এর কাছে খবর আসে যে প্রচুর পরিমাণে বিদেশী সিগারেট পাচার করা হচ্ছে।এই খবরের ভিত্তিতে গোয়ালটুলির পাশে অভিযান চালিয়ে একটি ট্রাককে আটক করা হয়।ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালকের কেবিন থেকে উদ্ধার হয় বিদেশী সিগারেট।গ্রেফতার দুজনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
ডিআরআই পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা বলেন, এই ঘটনার খবর ছিল ডিআরআই এর কাছে।এরপরই অভিযান চালিয়ে বিদেশী সিগারেট সহ ২ জনকে গ্রেফতার করে ডিআরআই।এই ঘটনায় ১টি ট্রাক আটক করা হয়েছে।উদ্ধার হওয়া সিগারেটের বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।
তিনি আরও বলেন, ওই দুই অভিযুক্ত সিগারেট মায়ানমার থেকে শিলিগুড়িতে নিয়ে আসছিল। সম্ভবত এই সিগারেট ইংল্যান্ডের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।