শিলিগুড়ি,৩ নভেম্বরঃ নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা না মেলার অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের রোগীর পরিবারের। নার্সিংহোমের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করে মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠানো হল।
গত ২১ অক্টোবর দেবীডাঙার কাছে একটি বাড়িতে মিস্ত্রীর কাজ করছিল পরেশ বর্মণ।সেসময় ছাদ থেকে পড়ে যান তিনি।এরপর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।পরে ২২ অক্টোবর প্রধাননগরে একটি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে।পরিবারের সদস্যরা জানান, ভর্তির আগে নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা মিলবে বলে জানিয়েছিল।এরপরও নার্সিংহোমে ভর্তির সময় ৩০ হাজার টাকা নেওয়া হয়।এখন আরও টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ পরিবারের।বিষয়টি নিয়ে স্বাস্থ্যসাথীর হেল্পলাইন নম্বরে ফোন করেন পরিবারের সদস্যরা।সেখান থেকে নার্সিংহোমের বিল পাঠাতে বলা হয়।কিন্তু অভিযোগ, নার্সিংহোম বিল দিতে অস্বীকার করে।এরপর প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠানো হয়েছে।এখন বকেয়া টাকা না মেটালে রোগীকে ছাড়া হবেনা বলে জানিয়েছে নার্সিংহোম।এমনটাই জানিয়েছেন রোগীর পরিবার।বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম।