শিলিগুড়ি,১ আগস্টঃ চিকিৎসায় গাফিলতির অভিযোগ শহরের এক নার্সিংহোমের বিরুদ্ধে।জানা গেছে, জুলাই মাসে মাইল্ড স্ট্রোক হয় বাবুপাড়ার বাসিন্দা ওই ব্যক্তির।এরপর তাকে ভর্তি করা হয় ওই নার্সিংহোমে।
পরিবারের অভিযোগ, কিছুদিন আগে ওই রোগীর পাশের বেডে করোনা আক্রান্ত হয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়।এরপর থেকেই ওই রোগীর করোনা টেস্টের জন্য বারবার আবেদন করা হয় নার্সিংহোমে।তবে নার্সিংহোম কর্তৃপক্ষ টেস্ট না করালে পরিবারের তরফে এসডিও এর কাছে আবেদন করা হয়।এসডিও নার্সিংহোমে চিঠি পাঠালে তারপর ওই রোগীর করোনা টেস্ট করা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালে নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীকে মৃত বলে ঘোষনা করে।সেইসাথে নার্সিংহোমের তরফে বিলও অনেক বেশি করা হয়েছে বলে অভিযোগ।
যদিও এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, চিকিৎসায় কোনো গাফিলতি ছিলনা।বেসরকারি হাসপাতালে করোনা টেস্টের কিছু অসুবিধা আগে থেকেই রয়েছে।তবে তারপরেও ওই ব্যাক্তির চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না।পাশাপাশি বাড়তি বিলের অভিযোগও নস্যাৎ করে হাসপাতাল কর্তৃপক্ষ।