শিলিগুড়ি,১৭ ডিসেম্বর: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহ ও সংযুক্ত কিষান মোর্চার তরফে বিভিন্ন দাবীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করা হল।এদিন পিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। শ্রমিক স্বার্থ রক্ষা, পিএফ সংক্রান্ত বিভিন্ন দাবি এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
সংগঠনের দাবি, শ্রমিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা দ্রুত কার্যকর করতে হবে এবং কৃষকদের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। দাবি পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।
