নকশালবাড়ি, ১ মেঃ ঐতিহাসিক ‘মে দিবস’ উপলক্ষে নকশালবাড়ি সিআইটিইউ(সিটু)এর তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন দলীয় কার্যালয় সহ বিভিন্ন জায়গায় করোনাবিধি মেনে সংগঠনের পতাকা উত্তোলন করে মে দিবস পালন করা হয়।
এরপর রথখোলায় একটি রক্তদান শিবিরের আয়োজনও করা হয়।করোনা মহামারি পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে রক্তসংকট দেখা দিয়েছে।এই পরিস্থিতির কথা মাথায় রেখে নকশালবাড়ি সিআইটিইউ(সিটু)এর তরফে শিবিরের আয়োজন করা হয়।এদিনের শিবিরে সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিনের শিবিরে গৌতম ঘোষ, রাজু সরকার, প্রণব ভট্টাচার্য, রাধাগোবিন্দ ঘোষ, ধ্রুবজ্যোতি রাবত, স্বপন মন্ডল, সুবীর পাল, বিকাশ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।