শিলিগুড়ি, ৭ জুনঃ আগামী ১৮ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য শহরে কর্মবিরতির ডাক দিল দার্জিলিং জেলা এনজেপি ফুলবাড়ি ম্যাক্সি ক্যাব ওনার্স অ্যাসোসিয়েশন(সিটি অটো চালক ও মালিকদের সংগঠন)। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা।
শিলিগুড়ি শহরে টোটোর দৌরাত্ম ক্রমশই বেড়ে চলেছে।যেখানে পুরনিগমের তরফে ৩৮৫০ টোটো শহরে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।তবে দেখা যাচ্ছে বর্তমান সময়ে টোটোর সংখ্যা অনেকটাই বেড়েছে যার ফলে সমস্যায় পড়েছেন সিটি অটো চালকেরা।হাইকোর্টের নির্দেশ অনুসারে শিলিগুড়ি শহরের মূল রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ রয়েছে।তবে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শহরের প্রধান রাস্তায় এমনকি জাতীয় সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে টোটো।যেকারণে সংগঠনের তরফে টোটোর বিরুদ্ধে আগামী ১৮ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
এদিন সংগঠনের তরফে উজ্জ্বল কান্তি ঘোষ বলেন, এর আগেও টোটোর বিরুদ্ধে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছিল।তবে এখনও পর্যন্ত টোটোর বিরুদ্ধে সঠিক কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।যেকারণে এবার বাধ্য হয়ে শহরে সিটি অটো চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।এই বিষয়ে ইতিমধ্যেই দার্জিলিং জেলার জেলাশাসক, মাটিগাড়ার বিডিও, শিলিগুড়ি ট্রাফিক বিভাগের ডিসিপি সহ অন্যান্য আধিকারিকদের চিঠি দিয়ে জানানো হয়েছে।