শিলিগুড়ি,৩১ মেঃ সোমবার থেকে শিলিগুড়ির রাস্তায় চালু হচ্ছে সিটি অটো।ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছে এনজেপি জাতীয়তাবাদী সিটি অটো অ্যাসোসিয়েশন।খুশি চালক সহ অটো মালিকেরা।
যদিও অটো মালিকদের দাবি,সিট ক্যাপাসিটি অনুযায়ী অটোতে যাত্রী নিতে দিতে হবে।আর এই বিষয়ে যদি প্রশাসনের তরফ থেকে সিটি অটোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সেক্ষেত্রে তারা সিটি অটো রাস্তা থেকে তুলে নেবেন।
অন্যদিকে অটো চালকেরা জানান, শিলিগুড়ি শহরে অন্তত ১ হাজার ৩০০ অটো বিভিন্ন রুটে যাতায়াত করে।লকডাউনের জেরে অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশায় নিযুক্ত হয়েছে।অনেকেই এই পেশায় এখনও ফিরে আসতে চাইছে।সোমবার থেকে ফের সিটি অটো চালু হওয়ায় খুশি তারা।