খড়িবাড়ি, ৯ ফেব্রুয়ারিঃ এসএসবি ৪১ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে বুধবার পানিট্যাঙ্কিতে ক্ষত্রিয়লাল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের মাঠে সিভিক অ্যাকশন কর্মসূচির আয়োজন করা হল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪১ নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেন্ট সুভাষ চন্দ্র নেগি, হরজিৎ রাও, চন্দন মিশ্র, ভিক্টো সাহা সহ অন্যান্যরা।
এদিনের অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।পাশাপাশি স্থানীয় যুবক যুবতীদের স্বাবলম্বী করতে ৩০ দিনের মোবাইল রিপেয়ারিং কোর্সের সূচনা করা হয়।এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনও করা হয়।