শিলিগুড়ি, ১ এপ্রিলঃ এনজেপি থানার অন্তর্গত ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজোত এলাকায় এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, সিভিক ভলেন্টিয়ার গীতা ঝাঁ ডিউটিতে গিয়েছিলেন।বাড়ি ফাঁকাই ছিল।এরপর বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফিরে দেখতে পান বাড়ির গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে।ভেতরে ঢুকতেই চুরির ঘটনা নজরে আসে।নগদ ১০ হাজার টাকা, সোনার চেন ও বেশকিছু সোনা-রুপোর অলঙ্কার সহ লক্ষাধিক টাকার চুরি হয়েছে বলে জানান গীতা ঝাঁ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় এনজেপি থানার পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।