শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চুরির ঘটনায় চুরি যাওয়া সোনা ও রুপোর অলঙ্কার টেডি বিয়ারের ভেতর থেকে উদ্ধার করলো মাটিগাড়া থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ১।ধৃতের নাম দীপক দাস।
জানা গিয়েছে, মাটিগাড়া থানা অন্তর্গত বেলডাঙ্গির বাসিন্দা রেখা গুপ্তা এবং বাপী শাহ সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত।প্রতিদিনের মত রবিবার সকালেও দুজন ডিউটিতে চলে যায়।সেইসময় ঘর ফাঁকা ছিল।এই সুযোগে ঘরে চুরির ঘটনা ঘটে।বাড়ি ফিরে এসে চুরির ঘটনা নজরে আসে তাদের।লক্ষাধিক টাকার সোনা ও রুপোর অলঙ্কার চুরি যায়।ঘটনার পরই মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে দম্পতি।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কয়েকঘণ্টার মধ্যেই এক চোরকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে একটি টেডি বিয়ারের ভেতর থেকে চুরি যাওয়া সোনা ও রুপোর অলঙ্কার উদ্ধার হয়।পুলিশ সূত্রে খবর, ধৃত দীপক দাস পুরোনো অপরাধী।কিছুদিন আগেই জেল থেকে বাইরে আসে সে।
আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।