শিলিগুড়ি, ২৯ ডিসেম্বরঃ সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা।ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করল সাইবার ক্রাইম থানার আধিকারিকেরা।ধৃতের নাম শুভজিৎ নন্দী।মূলত হাওড়ার বাসিন্দা হলেও বেশকিছুদিন ধরে মাটিগাড়ার রবীন্দ্রপল্লীতে থাকত সে।ধৃতের কাছ থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জাল লোগো, জাল সিভিক ভলান্টিয়ারের নিয়োগ পত্র সহ বিভিন্ন জাল নথিপত্র উদ্ধার হয়।
উল্লেখ্য, গত ৯ আগস্ট সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগ দায়ের করা হয় সাইবার ক্রাইম থানায়।ঘটনা সামনে আসতেই মেট্রোপলিটন পুলিশ তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করে।তবে মূল অভিযুক্ত পলাতক ছিল।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তকে ধরতে তদন্তে নামে সাইবার ক্রাইম থানা।এরপর গতকাল মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।