ফাঁসিদেওয়া, ২৯ আগস্টঃ ফাঁসিদেওয়ার বিধাননগরের বেদনগছ এলাকায় রাস্তার ওপর সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।মৃতের নাম দুলাল কর্মকার(৩০)।বাড়ি থেকে ২০০ মিটার দূরত্বেই মৃতদেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, গতকাল রাতে স্ত্রীর সঙ্গে বিবাদ হয় দুলালের।রাতে দাদার বাড়িতে থাকে তার স্ত্রী।আজ সকালে বাড়িতে এসে দুলালকে দেখতে না পেয়ে খোঁজখবর শুরু করে স্ত্রী ও পরিবারের সদস্যরা।
এরপর বাড়ি থেকে ২০০মিটার দূরত্বে তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।খবর দেওয়া হয় পুলিশকে। বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।এদিকে ঘটনার তদন্তে স্নিফার ডগ নামানো হতে পারে বলে জানা গিয়েছে।
তবে কিভাবে মৃত্যু হল তা ধন্দে এলাকাবাসী সহ পরিবারের সদস্যরা।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।