শিলিগুড়ি, ২ ডিসেম্বরঃ বাইক, গাড়ি নিয়ে যাচ্ছেন। সেসময় রাস্তায় দাঁড় করিয়ে বাইকের চাবি খুলে নেওয়ার অভিযোগ ওঠে কিছু সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। আবার কখনও সাধারণ মানুষের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠে থাকে। মাঝেমধ্যেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় কিছু সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসছে। এবার সেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধেই অভিযোগ তুলে মেয়রকে বলোতে ফোন করলেন এক বাসিন্দা। বিষয়টি দেখার আবেদন করেছেন মেয়র গৌতম দেবকে।
শুধু শিলিগুড়ি শহর নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে আসে মাঝেমধ্যেই। কিছু সিভিক ভলেন্টিয়ারদের জন্য অতিষ্ঠ সাধারণ মানুষ।
শনিবার শিলিগুড়ি পুরনিগমে মেয়রকে বলোতে ফোন করেন এক ব্যক্তি। ট্রাফিকে সিভিক ভলেন্টিয়াররা টাকা নিচ্ছে বলে অভিযোগ করেন ওই ব্যক্তি। এরপরই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব। পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলবেন বলেই জানিয়েছেন।