শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ বিকেলে নির্দেশ, রাতেই পৌঁছাল জল।বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মেয়র গৌতম দেবকে নকশালবাড়ির সেবদোল্লাজোত গ্রামে জল পৌঁছানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।আর সেই নির্দেশ পেয়েই ৫ ঘন্টার মধ্যেই জল পেল সেবদোল্লাজোতের বাসিন্দারা।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শিলিগুড়ি পুরনিগমের দুটি জলের ট্যাঙ্ক এলাকায় পৌঁছায়। জল পেয়ে খুশি হন স্থানীয়রা। ট্যাঙ্ক থেকে জল নেন বাসিন্দারা। তবে বাসিন্দাদের দাবি, এই জল নিয়ে সমস্যার স্থায়ী সমাধান হোক।বাড়ি বাড়িতে জল পৌঁছানোর ব্যবস্থা করা হোক।
এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দুটি ট্যাঙ্ক এলাকায় পৌঁছায়।প্রতিনিয়ত জল আসবে।পিএইচই দপ্তর কাজ করছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে। পাশাপাশি হাতিঘিসা এলাকায় একাধিক উন্নয়ন কাজ হয়েছে এবং অনেক কাজ হবে বলে তিনি জানান।