শিলিগুড়ি,২৮ সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে চান আলিপুরদুয়ারের বাসিন্দা উমা গোস্বামী। তা নাহলে ধর্ণায় বসবেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূল কিষান শাখা সংগঠনের সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য উমা গোস্বামী জানান, ২০০৯ সালে তাকে লাইব্রেরীতে চাকরির আশ্বাস দিয়ে আলিপুরদুয়ার ডিএলও অফিস থেকে জলপাইগুড়ি ডিএলও অফিসে পাঠানো হয়।তবে কিছুদিন পরে চাকরীর জন্য টাকা দাবি করা হয়।উমা গোস্বামী কিছু টাকাও দিয়েছিলেন, তারপরেও চাকরি হয়নি তার। এরপর বিভিন্নভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে দেখা করার চেষ্টা করেন তিনি তবে সম্ভব হয়ে ওঠেনি।
এদিকে আজ শিলিগুড়িতে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেইমতো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে শিলিগুড়িতে এসেছেন উমা গোস্বামীও।উমা দেবী জানান, মুখ্যমন্ত্রীর সাথে দেখা না করতে দিলে মঙ্গলবার উত্তরকন্যার সামনে ধর্ণায় বসবেন তিনি।