শিলিগুড়ি, ১০ এপ্রিলঃ করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। তার ব্যাপক প্রভাব পড়েছে অর্থনীতিতে। এই দুঃসময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। তার এই আবেদনে সাড়া দিয়ে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দার্জিলিং জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি।
দার্জিলিং জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির তরফে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ৪ লক্ষ ৫০ হাজার ৪০ টাকা দান করা হল। দার্জিলিং জেলার ৩১৭ জন শিক্ষক-শিক্ষিকা একত্রিত হয়ে অনলাইন ও চেকের মাধ্যমে টাকা প্রদান করেন।
শুক্রবার সকালে মন্ত্রী গৌতম দেবের হাতে ৫৬ হাজার ২৫৩ টাকার মোট ৩৭টি চেক তুলে দেন শিক্ষক সমিতির জেলা সভাপতি ডঃ সুপ্রকাশ রায়।
ডঃ সুপ্রকাশ রায় বলেন, বাকি ৩ লক্ষ ৯৩ হাজার ৭৪৭ টাকা অনলাইনে প্রদান করা হয়েছে।