শিলিগুড়ি, ৬ এপ্রিলঃ ‘করোনা ভাইরাসে আক্রান্ত ও সন্দেহ রোগীদের কোনরকম চিকিৎসা হচ্ছে না শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে।যার ফলে মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে।যদি দ্রুত রাজ্যের স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিয়ে কোনো অগ্রণী ভূমিকা পালন না করে তাহলে আগামীতে ভয়াবহ রূপ নেবে করোনা’।এমনই আশঙ্কা প্রকাশ করলেন শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য।
এদিন মেয়র বলেন, সমগ্র দেশের সাথে এ রাজ্যেও থাবা বসিয়েছে করোনা।মৃত্যুও হয়েছে কয়েকজনের।তবে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন অনেকে।তবে সেটা শুধুমাত্র দক্ষিণবঙ্গে।উত্তরবঙ্গে এমন কোন সঠিক তথ্য এখনও অবধি পাওয়া যায়নি।শুধু তাই নয় চিকিৎসা নিয়ে ঢিলেঢালা মনোভাব দেখা দিয়েছে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে। চিকিৎসকের অভাব ও চিকিৎসা না হওয়ার কারনে আক্রান্তের হার ক্রমশই বেড়ে চলেছে।
অবিলম্বে এই সমস্ত বিষয় গুরুত্ব সহকারে দেখবার আর্জি জানিয়ে সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য।