ধূপগুড়ি,৭ মেঃ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে আর্থিক অনুদান প্রদান করল ধূপগুড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ।
উল্লেখ্য, করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন এবং যে কারণে আর্থিক মন্দা দেশজুড়ে।এমতাবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে সাহায্যের জন্য এগিয়ে আসতে বলেছেন।এই একই আবেদন করা হয় ধূপগুড়ি পৌরসভার তরফেও।এরপরই ধূপগুড়ি পৌরসভার আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসে বহু স্বেচ্ছাসেবী সংস্থা এবং শহরের সাধারণ মানুষ।মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে পাঠানোর জন্য বিভিন্ন প্রান্ত থেকে ধূপগুড়ি পৌরসভার কাছে মোট ৮ লক্ষ ২৭ হাজার ৪২৩ টাকা জমা পড়ে।পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এর হাতে টাকার চেক তুলে দেন বিভিন্ন সংগঠন ও মানুষ।এরপরই অনলাইনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সেই টাকা পাঠানো হয়।
ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, আগামীতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর জন্য আরও বেশ কিছু মানুষ ও সংগঠন টাকা তুলে দেবেন বলে জানিয়েছেন।আমরা আশা করছি ধূপগুড়ি পুর এলাকা থেকে ১৫ লক্ষ টাকার মতো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠাতে পারব।