শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ কাপড়ের ব্যবসার আড়ালে চলছিল কোকেনের কারবার।খবর পেয়েই যৌথভাবে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করলো এসটিএফ ও খালপাড়া ফাঁড়ির পুলিশ।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৯৩ গ্রাম কোকেন।
জানা গিয়েছে, ধৃতের নাম সরতাজ আলী ওরফে আলী ভাই।শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডাঙ্গীপাড়া এলাকার বাসিন্দা।দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার আড়ালে কোকেনের কারবার চালাচ্ছিল ব্যক্তি।গোপন সূত্রে খবর পেয়েই গতকাল রাতে সরতাজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে কোকেনের কারবারের পর্দাফাঁস করে এসটিএফ ও খালপাড়া ফাঁড়ির পুলিশ।ঘর থেকে উদ্ধার হয় ৯৩গ্রাম কোকেন সহ নগদ এক লক্ষ টাকা।
ধৃত ব্যক্তি বাইরে থেকে কোকেন নিয়ে এসে বাড়িতে প্যাকেট করে শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতো।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।