কোচবিহার,৫ মার্চঃ মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের শীশবগুড়ি কৃষি সেবা সংঘ চর্চা মন্ডল পল্লী পাঠাগারের নব নির্মিত ভবনের দ্বারোদঘাটন হল আজ।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নব নির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন গ্রন্থাগার আধিকারিক শিবনাথ দেব।
