কোচবিহার, ৮ এপ্রিলঃ কোচবিহারের হাড়িভাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইসনের হামলায় মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।শনিবার সকালে ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।মৃত ব্যক্তির নাম বীরেন বর্মন।
জানা গিয়েছে, এদিন সকালে এলাকারই একটি ভুট্টা ক্ষেতে দুটি বাইসন দেখতে পান স্থানীয়রা।সেইসময় বীরেন বর্মন তার বাড়ির পাশে বাঁশঝাড়ের সামনে দাঁড়িয়ে ছিলেন।তখন হঠাৎ পেছন থেকে একটি বাইসন তার ওপরে হামলা চালায়।ঘটনায় গুরুতর জখম হন তিনি।পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও বনবিভাগের কর্মীরা।বাইসনটিকে কাবু করার চেষ্টা করা হচ্ছে বলে এখনও পর্যন্ত খবর রয়েছে।