কোচবিহার,৮ মেঃ কোচবিহার জেলায় আজ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাস চালানো শুরু করলো।রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল গ্রিন জোনের মধ্যে ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো যাবে।এমত অবস্থায় বেসরকারি বাস মালিকেরা কোচবিহারের ক্ষেত্রে কোন রকম বাস চালাচ্ছেন না।তাদের দাবি, যে নির্দেশিকা সরকারের তরফে জারি করা হয়েছে সেই নির্দেশিকা অনুসারে তারা ক্ষতির মুখে পড়বে।তাই এখনও তারা বাস চালানো শুরু করেনি।
তবে শুক্রবার থেকে কোচবিহার জেলায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাস চালানো শুরু করেছে।কোচবিহার জেলার মধ্যে তুফানগঞ্জ মাথাভাঙ্গা দিনহাটা শহর ফালাকাটার রুটে সারেঙ্গা পর্যন্ত বাস চলবে বলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তর সূত্রে খবর।পাশাপাশি বাসে যাত্রীদের নিরাপত্তা সহ চালক ও কন্ডাক্টরের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।
যদিও জানা গিয়েছে,বাসগুলিতে তেমন যাত্রী নেই।
[email protected]