কোচবিহার সরকারি মেডিকেল কলেজের পরিদর্শনে গেলেন পার্থ প্রতীম রায়

কোচবিহার,১১ ফেব্রুয়ারিঃ কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান পদে আসীন হওয়ার পর হাসপাতাল পরিদর্শনে গেলেন পার্থ প্রতীম রায়।  


সেখানে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নামকরন নিয়ে হাসপাতালের এমএসবিপি এর সঙ্গে আলোচনায় বসেন পার্থ প্রতীম রায়।

উল্লেখ্য, মহারাজা জিতেন্দ্র নারায়ণের নামে এমজেএন নাম ছিল কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের। কিন্তু নাম পরিবর্তন করে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নামকরন করায় বিতর্ক শুরু হয়।   


এবিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার কথা বলেন পার্থ প্রতীম রায়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BET