শিলিগুড়ি,২৯ মার্চঃ অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে এসে বিপাকে কোচবিহারের বাসিন্দা পুর্নেশ্বর বর্মন।প্রশাসনের কাছে সাহায্যের আর্জি দম্পতীর।
জানা গিয়েছে, পুর্নেশ্বর বর্মনের স্ত্রী জটিল রোগে আক্রান্ত।কয়েকদিন আগে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসেন।কিন্তু এখানে এসেই লকডাউনের জেরে আটকে পড়েছেন ওই দম্পতী।বর্তমানে অম্বিকানগরে একটি বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন তারা।কোচবিহারে তাদের সন্তানেরা অসহায় অবস্থায় রয়েছে।বাড়ি যেতে না পেরে আর্থিক সংকটে ভুগছেন পুর্নেশ্বর বর্মন।
তিনি জানান, গত কয়েকদিন ধরে বাড়ি ভাড়া করে রয়েছেন তারা, বাড়ি ফিরতে চাইলেও লকডাউনের জেরে পারছেন না।ফলে খাদ্য সংকটের পাশাপাশি আর্থিক সংকটে ভুগছেন তারা।প্রশাসনের পক্ষ থেকে যদি তাদের বাড়ি ফেরার পাশাপাশি খাদ্যের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি।