ফুঁসছে কোচবিহারের তোর্ষা, নদী গর্ভে ২০টিরও বেশি  বাড়ি

কোচবিহার,২১ জুলাইঃ লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে  কোচবিহারের তোর্ষা নদীর।যার জেরে সমস্যায় কোচবিহার শহর লাগোয়া তোর্ষা নদী সংলগ্ন ফাসির ঘাট ও কেশব আশ্রম  ১৬ ও ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ।


এদিকে নদী ভাঙ্গনের কারণে নদী গর্ভে চলে গিয়েছে ২০টিরও বেশি  বাড়ি । মাথার ওপর থেকে ছাদ হারিয়ে বহু মানুষ বর্তমানে আশ্রয় নিয়েছে বাঁধের উপর। সূত্রের খবর,গতকাল রাত থেকে  নদীর জল বাড়তে শুরু করে তার সাথে শুরু হয় নদী ভাঙ্গন ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল।প্রাথমিকভাবে স্থানীয়দের সাহায্য করার আশ্বাস দেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş