বাগডোগরা, ৩ জুলাইঃ গত ডিসেম্বর মাসে শেষবার বাড়িতে এসেছিলেন।দুর্ঘটনার আগে বুধবার রাতে বাবার সঙ্গে শেষবার কথা হয়েছিল এবং আগামী সেপ্টেম্বর মাসে স্ত্রীর সন্তান প্রসবের সময় বাড়িতে আসার কথা ছিল বাগডোগরার সঞ্জয় ওঁরাও এর।তার আগে আজ কফিনবন্দী দেহ ফিরল বাড়িতে।
মণিপুরে ভূমিধসে মৃত সঞ্জয় ওঁরাও বাগডোগরার কমলপুর চা বাগানের ছেলে।সঞ্জয় দৌড়ে সবার সেরা থাকায় মিলখা নামে পরিচিত ছিলেন তিনি।পাঁচ বছর আগে সেনাবাহিনী যোগ দিয়েছিলেন।
আজ কফিনবন্দী দেহ বাড়িতে আসতেই ভেঙে পড়েন স্ত্রী, বাবা,মা ও বোন সহ পরিজনেরা।এদিন বাড়িতে আসার পথে কয়েক হাজার মানুষ জওয়ান সঞ্জয় ওঁরাওকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।তাকে শেষ শ্রদ্ধা জানান আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিকবড়াইক।যথাযোগ্য সম্মানের সঙ্গে গান স্যালুটের মধ্য দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়।