শিলিগুড়ি, ২ এপ্রিলঃ আজ রামনবমী। হিন্দু শাস্ত্র মতে আজকের দিনে রামচন্দ্রের জন্ম হয়। রামনবমী উপলক্ষে প্রতিবছর মন্দির গুলিতে পুজা-অর্চনা করা হয়ে থাকে এবং বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজনও করা হয়।
তবে এবছর করোনার জেরে মন্দিরে ভক্তদের ভিড় নেই। শিলিগুড়ির বিভিন্ন মন্দির কমিটির তরফে করোনা ভাইরাসের কথা মাথায় রেখে মন্দির গুলিতে ভক্তদের জমায়েত হতে দেওয়া হচ্ছে না। এমনটাই দেখা গেল শিলিগুড়ির মাল্লাগুড়ি হনুমান মন্দিরের সামনে। প্রতিবছর রামনবমীর দিন এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। পাশাপাশি ভজন-কীর্তণ এর আয়োজন করা হয়। তবে এবারে প্রায় ভক্তশূন্য এই মন্দির চত্বর।
অন্যদিকে, শহরের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করার পর বন্ধ করে দেওয়া হয়েছে মন্দির। এছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ এবং রামনবমী আয়োজন সমিতির তরফে শিলিগুড়ির সমস্ত ভক্তকে আজ সন্ধ্যায় নিজের নিজের বাড়িতে প্রদীপ জ্বালানোর আবেদন করা হয়েছে।